ঐ যে দূরে সবুজ ছায়ায়,
                        ছোট্ট আমার গ্রাম,
সামনে দিয়ে অজয় নদী,
                       বইছে অবিশ্রাম।


আমার গাঁয়ের পশ্চিম দিকে,
                      কাঁটা কুলের বন,
ভোরের বেলা মোরগ ডাকে,
                      ভরে উঠে মন।


আমার গাঁয়ের উত্তর দিকে,
                     তাল খেজুরের সারি,
পূবের পানে, সবুজ খেত,
                     দেখতে সুন্দর ভারি।


আমার গাঁয়ের দক্ষিণ দিকে,
                        অজয় নদী বয়,
নদীর ঘাটে, সরু বালুচরে,
                       নৌকা বাঁধা রয়।


আমার গাঁয়ে রাঙামাটির,
                    লাল ধূলো সরানে,
একতারাতে, মিঠে সুর,
                    আছে বাউল গানে।


আমার গাঁয়ে, আমবাগানে,
                   কোকিল পাখি ডাকে,
পল্লীবধূ যায় জল আনতে,
                     কলসি নিয়ে কাঁখে।


সুর্য্যি ডোবে, সন্ধ্যা আসে,
                নামে সাঁঝের আঁধার,
জোছনায় আলো ঝরে,
                আমার গাঁয়ের চারিধার।