আমাদের ছোট গাঁয়ে,
ছোট নদী চলে বয়ে,
নদীতীরে মাছরাঙা ছোট মাছ ধরে।


শংখচিল উড়ে যায়,
নীল আকাশের গায়,
নৌকাখানি আছে বাঁধা সরু বালুচরে।


আমার ছোট গাঁয়ের
পূর্ব ও উত্তর দিকের,
দূরে ঐ তাল পুকুরের পাড়ে,


ফিঙে পাখি একেলা
ডালে বসে করে খেলা
বাবলাও কূল কাঁটাগাছের আড়ে।


নয়ন দিঘির ঘাটে,
ছেলেরা সাঁতার কাটে,
পানকৌড়ি জলে দেয় ডুব।


দূরে ঐ মাঠের পরে,
ঘুঘু ডাকে ঘু ঘু করে,
কুবো পাখি ডাকে কুব কুব।


দিগন্তে ঐ সূর্য ডোবে,
পাখিদের কলরবে,
মুখরিত পূরানো বটের তলা,


গাঁয়ের মন্দির মাঝে,
কাঁসর ও ঘণ্টা বাজে,
ধূপ দীপ জ্বলে প্রতি সন্ধ্যাবেলা।