ফিরে আর আসবে না চলে গেছে যে
কাঁদবে কেবল তুমি সকাল ও সাঁঝে


সবাইকে আপন ভেবে
বাঁধলে খেলাঘর।
চলে গেলে ভুবন ছেড়ে,
সবাই হল পর।


আসা যাওয়া একই খেলা,
ভবের হাটে, সাঁঝের বেলা।


বেসাতি করতে এসে তুমি,
চলে গেলে অবহেলে।
চলে যাবে সবাই একদিন,
ভবের খেলা সাঙ্গ হলে।


ফিরে আর আসবে না চলে গেছে যে
কাঁদবে কেবল তুমি সকাল ও সাঁঝে


বিশ্বজুড়ে আলোর খেলা,
জীবন আলোক ময়।
চলে যাবে সবাই একদিন,
নাই কোন সংশয়।


মুদলে আঁখি সবই দেখি,
সবই হয় অন্ধকার,
এই দুনিয়ায় কে তুমি?
কি আছে তোমার?


ফিরে আর আসবে না চলে গেছে যে
কাঁদবে কেবল তুমি সকাল ও সাঁঝে