এত গর্ব তোমার কিসের?
ধন, জন, জীবন যৌবন আর বিষয় বিষের।
ওরে মন, মনরে আমার .. .. ..


এ বিশ্ব নিখিলে এসেছো
তুমি খালি হাতে,
ধন, জন এসব কিছুই,
যাবে না তব সাথে।


বৃথা কেন ভাবিছ মন, ওরে মন---
সময় থাকতে কর রে মন, শ্রীগুরুর নাম স্মরণ।
মরণ হলে অন্তিমেতে, যাবে শ্রী বৈকুণ্ঠভবন।


কে তুমি তুমি কার?
বৃথাই কর তুমি আমার আমার
ওরে মন, মনরে আমার .. .. ..


এই পৃথিবীর মাটির ভেতর,
ঘাসের চাদরে,
পাতবে সবাই বিছানা তোমার,
বহু যত্ন করে।
ওরে মন, মনরে আমার .. .. ..


জীবন আর যৌবন সকলই অভিনয়,
শুধূমাত্র যাওয়া আসা, দুদিনের পরিচয়।
ওরে মন, মনরে আমার .. .. ..


সেদিন আসবে কবে?
যেদিন সবার সাথে, হরি বলে, শ্মশানঘাটে যাবে।
ওরে মন, মনরে আমার .. .. ..