আমাদের ছোট গাঁয়ে, ছোট ঘর আছে,
ময়না চড়ুই ফিঙে, নাচে গাছে গাছে।
আমাদের ছোট গ্রাম, মায়ের মতন,
পাঠশালে পড়া করে, ছোট শিশুগন।


আমগাছ, জামগাছ, তালগাছ সারি,
লাল ধুলোর রাস্তায় চলে গরু গাড়ি।
গরু নিয়ে মাঠে চলে, গাঁয়ের রাখাল,
বাজায় বাঁশের বাঁশি, নিয়ে গরুপাল।


মাঠে মাঠে ধান কাটে গাঁয়ের কৃষক,
নদী ধারে পাড়ে বসে, মাছ খায় বক।
নদীতীরে হাট বসে, প্রতি রবিবার,
তরি তরকারি আর, ফলের বাজার।


আমাদের ছোট গাঁয়ে মাটি আমার মা,
বিশ্বজুড়ে এমন গাঁ, কোথাও পাবে না।