অশ্রু ঝরা কান্না নিয়ে
গড়ে ওঠে আশার প্রাসাদ,
প্রবল ঝড়ে উড়ে গিয়ে,
ভেঙে পড়ে বাড়ির ছাদ।


আকাশ যদি ভেঙে পড়ে,
বিনা মেঘে হয় বজ্রপাত।
অন্ধকারে কেঁদে মরে,
আঁধারভরা মায়াবী রাত।


শ্মশান চিতায় ঝলসে ওঠে
মৃত মানুষের সারি।
ভাসে আজও হৃদয়পটে,
ভুলতে কভু কি পারি?


এ জীবন নিশার স্বপন,
ভালবাসা শুধুই অভিনয়।
অশ্রুজলে ভরে নয়ন,
প্রতি নিঃশ্বাসে ঝড় বয়।