আমার গাঁয়ে সবুজ তরুরা দেয় সুশীতল স্নেহছায়া,
আমার গাঁয়ে স্মৃতিবিজড়িত মমতা মাখানো মায়া।
আমার গাঁয়ে রোজ সকালে সোনার রবি পূবে ওঠে,
আমার গাঁয়ে ফুলবাগানে কুসুম কলিরা সব ফোটে।


আমার গাঁয়ে রোজ সকালে চাষীরা সব মাঠে যায়।
গামছায় বেঁধে নিয়ে তারা আলে বসে মুড়ি খায়।
সারাদিন ওরা চাষ করে মাঠে সন্ধ্যায় ফেরে ঘরে,
কিষাণ বধূ বাচ্চা কোলে নিয়ে উনুনে রান্না করে।


আমার গাঁয়ে ছোট ছোট ছেলেরা, ছাগল চরায় মাঠে,
পড়াশোনার নাইকো বালাই, খেলে বেড়ায় পথেঘাটে।
সারাদিন ধূলো মেখে গায়ে, ঘরে ফেরে দিন শেষে।
মায়ের কোলে ঘুমায় ছেলে, চাঁদ হাসে নীল আকাশে।


আমার গাঁয়ে রাতের আঁধারে, দূরে মাঠে শেয়াল ডাকে,
জোনাকিরা সব জ্বলে গাছে, কচি সবুজ পাতার ফাঁকে।