বসন্ত এসেছে আজি এই ধরাতলে,
বৃক্ষরাজি নবপত্রে শোভে ফুলে ফলে।
কাননে কুসুম কলি, ফটিল যখন,
প্রভাতে সোনার রবি ছড়ায় কিরণ।


পাঠশালে শিশুসব বিদ্যাভ্যাস করে,
পাঠ সমাপন হলে, ফিরে আসে ঘরে।
পলাশ শিমূল ফুলে রং লাগে বনে,
বিহগের কলতান দোলা দেয় মনে।


কমল কাননে ফোটে, কুমুদ কমল,
মধু লোভে আসে তথা, যত অলিদল।
হোলিকা দহন হয় বসন্ত ঋতুতে,
দোলযাত্রা রংখেলা, ওঠে সব মেতে।


বসন্তে বাসন্তী পূজা, দেবীর মন্দিরে,
পূজার খুশিতে সারা গ্রাম ওঠে ভরে।