গাঁয়ের রাঙা মাটির পথে সকাল বিকাল চলে গরুর গাড়ি,
পানাপুকুরের পাড়ে উড়ে এসে বসে ধবল বকের সারি।
ঐ যে দূরে নদীর ঘাটের কাছে, বাঁধা আছে নৌকাখানি,
পথের বাঁকে কুকুর ডাকে, দিগন্তে মিশে সবুজ বনানী।


গাঁয়ের রাঙা মাটির পথে ছোট ছোট ছেলেরা করে খেলা,
সারাদিন ওরা পথে করে খেলা পড়ে আসে শেষে বেলা।
সারাদিন গায়ে মাটি মাখে ওরা, বেলা গেলে ঘরে ফেরে,
জুটে আসে হেথা সবে দল বেঁধে আম পাড়ে ঢিল মেরে।


গাঁয়ের রাঙা মাটির পথে, ফেরিওয়ালারা ডাক দিয়ে যায়,
দামী চুড়ি, কানের দুল আর রাঙাচিরুণী সবাইকে দেখায়।
কেউবা কেনে, কেউবা দেখে, কেউবা করে কত ঝগড়া,
কিনতে পারলে সবাই খুশি, না কিনলে দুঃখ পায় তারা।


গাঁয়ের রাঙা মাটির পথে, চলতে নাইকো কারো মানা,
রাঙা মাটির পথের ধারে, গোপাল মুদির দোকানখানা।