চাঁদের দেশে চাঁদ তারা হাসে
রাতে ফুটফুটে জোছনায়।
চাঁদের বুড়ি বট গাছের নীচে
বসে বসে চরকা চালায়।


চাঁদের দেশে চাঁদ তারা ওঠে,
দিবসে সূর্যের দেখা নাই,
বলো না মাগো কেমন করে
আমি চাঁদের দেশে যাই?


ছোট পাখি!ছোট পাখি ! তুমি
আমায় দেবে কি দুটি পাখা,
চাঁদের দেশে দুটি পাখা মেলে
সেথা আমি উড়ে যাব একা।


চাঁদের দেশে চলে যেতে একা
মাগো আমার ভারি ইচ্ছে হয়,
ডানা মেলে আকাশে উড়ে যেতে
কভু লাগে না তো আমার ভয়।


আমি একা চাঁদের দেশে উড়ে
চলে শুধুই যাব একটি বার।
তখন তুমি যেন ঘরের কোণে
মাগো কেঁদো না আবার।


যাব আমি চাঁদের দেশে উড়ে
আমার ছোট দুটি পাখা মেলে,
সেখান থেকে আবার আমি,
আসব ফিরে তোমার কোলে।