মনে মনে ভাবি আমি হতাম যদি গোটা দেশের রাজা
চোর ডাকাতদের ধরে এনে দিতাম তাদের খুব সাজা।
কোটালকে ডেকে বলতাম আমি “আমার হুকুম শোন,
গোটা দেশে কত চোর ডাকাত ভালো করে তুমি গোন”।


মনে মনে ভাবি আমি হতাম যদি প্রভাত বেলার পাখি্,
রোজ প্রভাত হলে গাছের ডালে উঠতাম আমি ডাকি।
সুর্য্যি ওঠার সাথে সাথে যেতাম উড়ে পাখা দুটি মেলে,
ফিরে আসতাম আপন বাসায় আমি সুর্যি ডুবে গেলে।


মনে মনে ভাবি হতাম আমি ছোট একটি অজয় নদী,
দুই পারে সবুজ গাছের ছায়ায় ছোট গ্রাম থাকত যদি।
দুই কিনারায় আকাশের গায় উড়ত বক ঝাঁকে ঝাঁকে।
তরীতে বসে ঘাটের মাঝি জোরে বৈঠা বাইতে থাকে।


হতাম যদি সাঁঝের তারা উঠতাম নীল আকাশের গায়,
চাঁদের সাথে আমি খেলতাম হেসে ফুটফুটে জোছনায়।
সারা রাত জেগে পূবের আকাশে উঠতাম  ধ্রুবতারা হয়ে,
মনে মনে ভাবি কবি হব আমি শত দুঃখকষ্ট যন্ত্রণা সয়ে।