বাংলার মাটি বাংলার জল, এই বাংলা মোদের মা,
বাংলা মায়ের দুঃখ দেখে আসে বুক ফেটে কান্না।


বাংলা মায়ের দুই সন্তান মোরা হিন্দু ও মুসলমান।
বাংলায় মোরা কথা বলি ও গাহি বাংলার জয়গান।


মানি না হিন্দু মানি না মুসলিম মোরা মানুষের জাত,
মোদের খুনে অরূণ রাঙা আসে রক্তঝরা রাঙা প্রভাত।


বাংলার গাছে গাছে হেরি, বাংলার ফুল  বাংলার ফল
বাংলা মোদের জন্মভূমি, মাটিতে ফলে সোনার ফসল।


বাংলার মেঠো পথ ধরে গান গেয়ে পান্থ পথ চলে,
বাংলার রাখাল বাঁশরী বাজায় আম্র তরুর ছায়াতলে।


মানি না হিন্দু মানি না মুসলিম মোরা মানুষের জাত,
মোদের খুনে অরূণ রাঙা আসে রক্তঝরা রাঙা প্রভাত।


বাংলার চাষীরা চাষ করে মাঠে বাংলায় বারো মাস,
বাংলার পথে চলতে গেলেই পায়ে লাগে দূর্বা ঘাস।


বাংলার নদী আপনবেগে বয়ে চলে রোজ অবিশ্রাম,
গান গেয়ে মাঝি নৌকা চালায় ভরে ওঠে মোদের প্রাণ।


মানি না হিন্দু মানি না মুসলিম মোরা মানুষের জাত,
মোদের খুনে অরূণ রাঙা আসে রক্তঝরা রাঙা প্রভাত।


বাংলা মোদের মাতৃভাষা মোরা বাংলা মাকে ভালবাসি,
বাংলা মাকে ভালবেসে যেন এই বাংলায় ফিরে আসি।