ফুল ফোটে বনে বনে,
দোলা দেয় সমীরণে।
প্রভাত পাখির গান,
প্রাণ করে আনচান।


প্রভাত পাখিরা ডাকে,
বসিয়া তরুর শাখে।
আঙিনায় রোদ হাসে,
শিশির ঝরানো ঘাসে।


পাঠশালে শিশু গণ,
নিজ পাঠে দেয় মন  
পূব গগনে সূর্য ওঠে
বনে বনে ফুল ফোটে


দিঘিতে ফোটে কমল,
ধেয়ে আসে অলি দল।
আম কাঁঠালের শাখে,
প্রভাতে কোকিল ডাকে।


সবুজের অভিযান,
বিহগের কলতান।
কচি কচি ধানগাছে,
খেতমাঠ ভরে আছে।


নদীমাঝে নৌকা ভাসে
সাদা বক উড়ে আসে।
সন্ধ্যায় নামে আঁধার,
মোর গাঁয়ে চারিধার।