গাঁয়ের বাউল পাড়ার মাঠে আজ
জমেছে বাউল গানের আসর,
মাইকের চোঙা লাগানো হয়েছে
প্রকাণ্ড এক বট গাছের উপর।


চাঁদোয়ার নীচে কেরোসিন তেলের
হ্যাজাক বাতি সব জ্বলে।
দূর গ্রাম হতে পায়ে হেঁটে হেঁটে,
লোক আসে দলে দলে।


আসরে বসে গাঁয়ের বাউল
তারা একতারায় বাঁধে সুর,
মাইকের শব্দে বাঁশির সুর
শুনতে লাগে বড়ই মধুর।


একতারা আর বাঁশির সুরে
মোর চিত্তে জাগায় দোলা,
ত্রিপল টাঙিয়ে সাজায় দোকান
ও পাড়ার ময়রা ভোলা।


চার আনায় রসগোল্লা আর
দুআনায় তেলেভাজা পোকুড়ি,
তিন পয়সার বাদামভাজা
আলুর চপ আর ঝালমুড়ি।


একতারা হাতে ভক্তদাস বাউল
মিঠে সুরে বাউল গান গায়,
বাহবা আর হাততালি মিলে
কভু যোলআনা বখশিস পায়।


বাউলের গান সাঙ্গ হলে পরে
নিভে যায় সব হ্যাজাক বাতি,
পূবের আকাশ লাল হয়ে আসে
কাটে আনন্দময় আঁধার রাতি।