প্রভাত সময়কালে রোজ শুনি
প্রভাত পাখির গান,
শোন ঐ আম কাঁঠালের শাখে
কোকিলের কুহুতান।


মোর আঙিনায় রোজ আসে
চড়ুই আর ময়না,
কিচির মিচির শুনে কোথাও
যেতে মন হয় না।


রোজ আসে বনের টিয়াপাখি
শিস দেয় বারবার,
কাকেরা ডাকে বেড়ায় উড়ে
উঠোনের চারিধার।


কত পাখি আসে বাসা বাঁধে
বট গাছের শাখায়,
পাখিদের ছেড়ে কোথা যাব?
যেতে মন নাহি চায়।