শরতের সোনারোদ দোলা দেয় মনে,
ফুটিল কমল কলি কমল কাননে।
কমল কাননে ফোটে কুমুদ কমল,
মধুলোভে আসে ছুটে যত অলিদল।


ভোরের বেলায় ঝরে নিশির শিশির,
কাশফুলে ছেয়ে আছে অজয়ের তীর।
অজয়ের নদীজলে মাঝি নৌকা বায়,
যাত্রীরা নৌকায় বসে পার হয়ে যায়।


শরতের সাদামেঘ গগনেতে ভাসে,
সবুজ ধানের খেতে সোনারোদ হাসে।
সোনাঝরা রোদ হাসে আকাশের গায়,
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়।


আশ্বিনেতে দুর্গাপূজা ভারি ধূম হয়,
পূজার খুশিতে নাচে সবার হৃদয়।