পূজোর খুশিতে
উঠেছে মেতে
পাড়ার ছেলেরা সবাই,


ঢাক বাজে
ঢোলক বাজে
বাজে পূজোর সানাই।


শারদ প্রাতে
রোজই ফোটে
শিউলি টগর বকুল,


নদী কিনারে
উভয় পাড়ে
সাদা সাদা কাশফুল।


নয়নদিঘিতে
রোজ ফোটে
শালুক পদ্মের কলি,


মধু সংগ্রহে,
আসিছে তাহে,
দলে দলে যত অলি।


গাছের পাতায়
ঘাসের আগায়
নিশির শিশির ঝরে,


কচি ধানগাছে
খেত ভরে আছে
মোর চিত্ত ওঠে ভরে।


দূর্গতিহারিণী
মহিষমর্দিনী
এসে মাগো ধরা মাঝে,


কটা দিন বাকি
ঢাক বাজায় ঢাকী
তাই কাঁসর ঘন্টা বাজে।