আকাশ জুড়ে আলোর খেলা
                চাঁদের জোছনা ঝরে,
নদীর জলে জোছনা খেলে
                অজয়ের বালুচরে।


রাতের আকাশে চাঁদ হাসে
                   তারা মিটিমিটি জ্বলে,
গ্রাম নির্জন ঘুমায় পৃথিবী
                  মৌন রাতি কথা বলে।


জোনাকিরা জ্বলে গাছে গাছে
                   বাঁশ বনে পেঁচা ডাকে,
গভীর রাতে শেয়াল কাঁদে
                     গাঁয়ের পথের বাঁকে।


শ্মশান ঘাটে জ্বলিছে চিতা
                 পুড়ে মরে মৃতদেহ,
বিধবা রমণী কাঁদিছে একা
                   সাথে নাই তার কেহ।


হৃদয় কাঁদে গভীর শোকে
                     চোখে ঘুম নাহি আসে,
ভোরের আলো উঠে ফোটে
                     মোর বাতায়ন পাশে।