আমাদের গাঁয়ে আছে ছোট ছোট মাঠ,
কাজলা দিঘিতে আছে শান বাঁধা ঘাট।
দিঘি পাড়ে বক বসে ছোট মাছ ধরে,
পানকৌড়ি দেয় ডুব জলে ঝুপ করে।


প্রাচীন বটের ছায়ে বসে পাঠশালা,
গ্রামমাঝে আছে এক খড়ো আটচালা।
গাঁয়ের পথের ধারে খেজুরের সারি,
বাঁশঝাড়ে কুকুরেরা করে মারামারি।


নদীঘাটে নৌকা বাঁধা সরু বালি চরে,
মাঝি নাই ঘাটে আজি চলে গেছে ঘরে।
কলসি কাঁখে কূলবৌ জল নিতে আসে,
লাফায় গঙ্গা-ফড়িং উঠোনের ঘাসে।


জ্বলে দীপ সন্ধ্যা আসে, ঢাকঢোল বাজে,
সাঁঝের আঁধার নামে এ গাঁয়ের মাঝে।