আকাশের গায়ে তারা ফুটেছে, ফুটফুটে জোছনায়,
জোছনার রাশি ঝরে হাসি হাসি, আমার আঙিনায়।
দূরে বাঁশ বনে কুকুরের দল ডাক ছাড়ে ঘেউ ঘেউ,
নৌকা বাঁধা আছে ঘাটের কাছে নাইকো কূলে কেউ।


চাঁদের আলো ও তারার মালা নীল আকাশের গায়ে,
রাতি নির্জন ঘুমায় পৃথিবী, কেহ জেগে নাই গাঁয়ে।
ক্লান্ত পাখিরা আছে শান্ত নীড়ে, চাঁদের হাসি ঝরে,
নদীর ঘাটে জোছনা খেলে, কিনারায় বালির চরে।


নদী বয়ে যায়, আপনার বেগে  চলে স্রোতের টানে,
চাঁদ ডুবে যায় জোছনা লুকায় পূব আকাশের পানে।
কেটে যায় রাত আসে প্রভাত পূব দিক হয় লাল,
পাখিরা ডাকে তরুর শাখে, শুরু হয় নতুন সকাল।


নদীর কাছে শ্মশানঘাটে, শবের চিতায় বহ্নি জ্বলে,
ফুল ফোটে রোজ ফুলের বনে নতুন সকাল হলে।