আমাদের ছোট গাঁয়ে থাকি মোরা সবে,
অজয় নামেতে নদী  বহে কলরবে।
তরুর শাখায় বসি বিহগের দল,
সারাদিন গায় গান করে কোলাহল।


রাঙা মাটির পথে গরুর গাড়ি চলে,
মাঠে মাঠে ধান কাটে চাষীরা সকলে।
সকালে জেলেরা সব জাল নিয়ে কাঁধে,
মাছ ধরিবার লাগি ধায় নদী বাঁধে।


দিঘিঘাটে জল নিতে আসে যত মেয়ে,
সাদা বক উড়ে যায় থাকি আমি চেয়ে।
আমাদের ছোট গাঁয়ে, সরু গলি পথে,
জল নিয়ে যায় ঘরে, সোনাদিঘি হতে।


দিগন্তে ঐ সূর্য ডোবে নামে অন্ধকার,
সাঁঝের আঁধার নামে, গাঁয়ে চারিধার।