আমার গাঁয়ে তালপুকুরের ঘাটে,
রাজহাঁসেরা সেথা সাঁতার কাটে।
পূবদিকে তার কাঁকনতলার মাঠ,
গাঁয়ের উত্তরে অজয় নদীর ঘাট।


বধূরা যায় ঘোমটা মাথায় দিয়ে,
জল নিতে কলসী কাঁখে নিয়ে।
রাঙা মাটির পথ গিয়েছে চলে,
মাঠে মাঠে সোনার ফসল ফলে।


আমার গাঁয়ে চণ্ডীতলার বাঁয়ে,
বকেরা ওড়ে আকাশের গায়ে।
পথের দুধারে বাঁশগাছের বন,
বন পেরিয়ে শ্মশানঘাট নির্জন।


বিকেল বেলায় সূর্যি বসে পাটে,
আমার গাঁয়ে তালপুকুরের ঘাটে।