এই গাঁ এই মাটি এই মাটিতে ফলে সোনার ধান,
এই গাঁ এই মাটি এই মাটিতে আছে মাটির ঘ্রাণ।
এই গাঁয়ের মাটিতে আছে মাটি মায়ের ভালবাসা,
এই গাঁয়ের মাটির বুকে ফুটে ওঠে নব নব আশা।


এই গাঁ এই মাটি, এই মাটি আছে শস্যের সম্ভাবনা,
এই গাঁ এই মাটি এই মাটিকে কোনদিন ভুলবো না।
মাটিতে ফলে সোনার ফসল, গাছে গাছে ধরে ফল,
গাঁয়ের মাটিতে লাঙল চালায় এ গাঁয়ের কিষাণ দল।


এই গাঁ এই মাটি গাঁয়ের এই মাটিতেই জন্ম আমার,
গাঁয়ের মানুষ সবাই আপন, এই মাটি যে সবাকার।
এই গাঁ এই মাটি, এমন গাঁ পাবেনা কোথাও তুমি,
গাঁয়ের মাটি স্বর্গ আমার, এই গাঁ আমার জন্মভূমি।


গাঁয়ের মায়ের ভালবাসা, গাঁয়ের মানুষ আপনজন,
এই গাঁ, এই মাটি, এই সবুজ মাটি ভুলায় নয়নমন।