পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (পঞ্চম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শান্তিনিকেতনে পৌষমেলা,
অজয়ের ঘাটে ধর্মশীলা।
জয়দেবের বাউল মেলা,
মকর স্নান সকাল বেলা।


বসেছে মেলা নদীর তীরে,
হৈ হট্টগোল মেলার ভিড়ে।
বসেছে দোকান নদী ধারে,
মিষ্টির দোকান সারে সারে।


কেউবা কিনে বাঁশের বাঁশি,
পুতুল বেচে টুনির মাসি।
ঝুমঝুমি ও কানের দুল,
কেউবা বেচে কাঠ পুতুল।


গলার হার, চিরুনি ফিতে,
কেউবা খুশি খেলনা নিতে।
দিনের শেষে ডুবলো রবি,
লিখলো ছড়া লক্ষ্মণ কবি।