প্রণমি তোমায় ঠাকুর শ্রী অনুকূল,
পরম পুরুষ তুমি জীবনের মূল।
জগতের সৃষ্টিকর্তা তুমি প্রেমময়,
তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয়।


অগতির গতি তুমি, তুমি নারায়ন,
জগতে আসিলে জীব উদ্ধার কারণ।
ইষ্টভৃতি মহাযজ্ঞ, যাজন যজন,
ইষ্টনাম মহামন্ত্র বহুমূল্য ধন।


ভক্তিভরে ইষ্টভৃতি যেইজন করে,
মৃত্যুভয় মহাভীতি সব থাকে দূরে।
অহরহ ইষ্টনাম করে যেই জন,
পাপমুক্তি মোক্ষপ্রাপ্তি লভে সেইজন।


শুনহ কলির জীব আমার বচন।
নামে আছে সুখশান্তি কহে শ্রীলক্ষ্মণ।