(শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে, বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি ড. সুজিত কুমার বিশ্বাস মহাশয়ের রচিত  
পরম পিতা – কবিতার অনুপ্রেরণায় ও বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শ্রীযুক্তা দীপ্তি রায় মহাশয়ার রচিত মধুর নাম- কবিতার অনুপ্রেরণায় বর্তমান ধর্মীয় কবিতাটি রচনা করা হয়েছে। কবিতা আসরের সকল কবি ও সহৃদয় পাঠকবর্গের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলেই এই কবিতাটি ভক্তিসহকারে পাঠ করুন। আপনার জীবন আলোয় আলোয় ভরে উঠবে একথা নিঃসন্দেহে বলতে পারি।  জয়গুরু! জয়গুরু! জয়গুরু!)
                                                                
প্রেমের ঠাকুর এলেন ধরায়
           শাঁখ বাজাও, দাও উলুধ্বনি ।
                    পিতা হলেন যাঁর শিবচন্দ্র
                                মাতা হলেন মনোমোহিনী


তিরিশে ভাদ্র পুণ্য শুক্রবার,
           এলেন ঠাকুর জগৎ মাঝার,
                       প্রণাম জানাই তাঁরে বারবার,
                                      ধন্য এদেশ বাংলার ভূমি।
... ... শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
প্রেমের ঠাকুর এলেন ধরায়
             শাঁখ বাজাও, দাও উলুধ্বনি ।
                          পিতা হলেন যাঁর শিবচন্দ্র
                                       মাতা হলেন মনোমোহিনী ।
পাবনাজেলার হিমায়েতপুরে,
              এলেন ঠাকুর এ ধরার পরে,
                        পরে এলেন শ্রী দেওঘরে,
                                        ধন্য হলো যে বিহার ভূমি ।
... ... শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
প্রেমের ঠাকুর এলেন ধরায়
             শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
                          পিতা হলেন যাঁর শিবচন্দ্র
                                       মাতা হলেন মনোমোহিনী।
সৎদীক্ষার প্লাবন এলো,
                 আঁধার যত মুছে গেলো,
                                সবার জীবন ধন্য হলো,
                                                পেল খুঁজে সোনার খনি।
... ... শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
প্রেমের ঠাকুর এলেন ধরায়
             শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
                          পিতা হলেন যাঁর শিবচন্দ্র
                                       মাতা হলেন মনোমোহিনী।
শ্রী লক্ষ্মণ ভাণ্ডারী বলে,
                     জীবনতরী ভিড়লো কূলে,
                                          অন্তিমেতে জয়গুরু বলে,
                                                             শুনি যেন মধুর বংশীধ্বনি।
... ... শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
প্রেমের ঠাকুর এলেন ধরায়
             শাঁখ বাজাও, দাও উলুধ্বনি।
                          পিতা হলেন যাঁর শিবচন্দ্র
                                       মাতা হলেন মনোমোহিনী।