পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজি এ শারদ প্রাতে প্রভাত হাওয়া মাতে
মাঠ ভরা কচি কচি ধান,
পূবেতে উঠিল রবি শরতের সোনা ছবি
তরুশাখে পাখি গায় গান।


শরতের আগমনে শিউলির বনে বনে
ফুটিল শিউলি শত শত,
আজিকে প্রভাত বেলা টগর ফুটিল মেলা
গুঞ্জরিছে অলি অবিরত।


কাজলা দিঘির জল রোদে করে ঝলমল
শালুক ফুটেছে চারিধারে,
দিঘিজলে হাঁস ভাসে পানকৌড়ি রোজ আসে
দেয় ডুব জলে বারেবারে।


এ গাঁয়ের সীমানায় অজয় বহিয়া যায়
ছোট গ্রাম তার দুই কূলে,
অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
দুই পাড়ে ভরা কাশফুলে।


দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
পূজার সময় এল কাছে,
কহে কবি শ্রীলক্ষ্মণ শরতের আগমন
পুলকে হৃদয় মোর নাচে।