পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলির বনে বনে
রাশিরাশি ফুটে কত ফুল,
শারদ প্রভাতে আজি ফুটিল কুসুমরাজি
বেলি, জুঁই, টগর, বকুল।


সবুজ ঘাসের পরে নিশির শিশির ঝরে
আমার বাড়ির আঙিনায়,
গাঁয়ের পথের বাঁকে হিজলের বন থাকে
গাছে গাছে পাখি গান গায়।


নয়ন দিঘির জল রোদে করে ঝলমল
বসে অলি পদ্মের উপর,
মাঠে মাঠে কচি ধান হেরি হরষিত প্রাণ
শরতের শোভা মনোহর।


অজয়ের দুই পারে কাশফুল ধারে ধারে
সকালের সোনারোদ ঝরে,
বক বসে নদীচরে ছোট পুঁটিমাছ ধরে
শালিকের দল খেলা করে।


দিবসের অবসানে পাখিদের গানে গানে
অস্ত যায় শরতের রবি,
মন্দিরে সকাল সাঁঝে ঢাক ঢোল কাঁসি বাজে
কাব্য লিখিল লক্ষ্মণকবি।