শরতের আগমনে      ফুল ফুটে বনেবনে
          সৌরভ ছড়ায় সমীরণ,
সাদামেঘ দলেদলে     সুনীল গগনতলে
          ইতস্ততঃ করয়ে ভ্রমণ।


শারদ প্রভাতে আজি    উঠিল বাজনা বাজি
         ঢাকঢোল কাঁসি ঘণ্টা বাজে,
খেয়াঘাটে ওঠেগান      আনন্দিত হয় প্রাণ
         পুলক জাগে হৃদয়ের মাঝে।


ভাটিয়ালিগান গেয়ে  চলে মাঝি নৌকা বেয়ে
        অজয়ের জলে নৌকা ভাসে,
শরতের সোনা ঝরা       হৃদয় পাগল করা
       সোনা রোদ কিনারায় হাসে।


পূজার খুশির দিনে    ধূতিশাড়ি আনে কিনে
       কেনাকাটা পূজোর বাজার,
ছেলেদের প্যান্ট জামা    এখন হয়নি কেনা
       পূজা মাত্র কটা দিন আর।


পূজার খুশিতে আজ    মাথায় পড়িল বাজ
      টাকা নাই গোটা মাস খেটে,
পূজায় বোনাস চাই    শ্রমিক হয়েছে ছাঁটাই
      তালা বন্ধ কারখানা-গেটে।