পূজা এসে গেল কাছে.....পূজার খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আকাশেতে সাদামেঘ ভাসে,
রাতের শিশির ঝরে আঙিনায় ঘাসে।
শরতের সোনা রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।


শিউলির ডালে কলি টগর ফুটিল,
মধু আহরণ তরে মধুপ আসিল।
সবুজ ধানের খেত জলে আছে ডোবা,
দিঘিতে শালুক ফুটে কিবা তার শোভা।


সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধু আহরণ তরে আসে অলিদল।
জলে তার হাঁসগুলি কোলাহল করে,
গুগলি শামুক খায় সারাদিন ধরে।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
শালিকের দল করে সারাদিন খেলা।
নদীঘাটে নামে ধীরে সাঁঝের আঁধার,
লক্ষ্মণ ভাণ্ডারী লিখে, কবিতায় তার।