পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজিকে প্রভাত বেলা টগর ফুটিল মেলা
শিউলি ফুটিল গাছে গাছে,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
পূজার সময় এল কাছে।


গাঁয়ের মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
আনন্দে বাজায় ঢাক ঢাকী,
আনন্দে দুহাত তুলে নাচিছে পাড়ার ছেলে
পূজা মাত্র পক্ষকাল বাকি।


সরোবরে স্বচ্ছ জল বিকশিত শতদল
রাজহাঁস কাটিছে সাঁতার,
প্রস্ফুটিত ফুলকলি ধেয়ে আসে যত অলি
গুঞ্জরিয়া ভ্রমে চারিধার।


অজয় নদীর চরে সোনা ঝরা রোদ ঝরে
শালিকের দল করে খেলা,
খেয়াঘাটে মাঝি ভাই সারাদিন খেয়া বায়
ঘরে ফিরে হলে সাঁঝবেলা।


পূজার বাজার চাই আর তো সময় নাই
সারাদিন কেনাকাটা চলে,
শরতের সোনা ছবি লিখিল লক্ষ্মণ কবি
কবিতায় কবি কথা বলে।