বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ফুল ফুটে ফুলবাগে বসন্তের রং লাগে
পুলকিত সবার হৃদয়,
কোকিলের কুহুতান শুনি বসন্তের গান
এসে গেল দোলের সময়।


উঠিল অরুণ রবি বসন্তের লাল ছবি
ফুটিল কত পলাশ ফুল,
আবীর মাখানো ধরা অপরূপা মনোহরা
ফুটে কত লোহিত শিমূল।


আবীরের রং লাগে হৃদয়ে পুলক জাগে
আজি দোল পূর্ণিমার দিনে,
ছেলে মেয়ে দলে দলে সকলেই রং খেলে
পিচকারি আর রং কিনে।


কত হাসি কত গান মাতিয়া উঠিল প্রাণ
আজি দোল পূণ্য শুভক্ষণ,
এসো এসে রং দাও আমারে রাঙিয়ে দাও
কহে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।