বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষে বর্ষে দোল আসে রং খেলে সবে হাসে
কত খুশি হাসি আর গান,
এসো এসো এসো সবে আজি রং খেলা হবে
সবারে মোরা করি আহ্বান।

পাড়ার সকল ছেলে একসাথে রং খেলে
হাতে রং মুখে রং লাগে,
মারে সবে পিচকারি রং দিয়ে খুশি ভারি
হৃদয়ে পুলক আজি জাগে।


তরুণ তরুণী যত রং খেলে অবিরত
সারাদিন চলে রং খেলা,
হাতে রং মুখে রং  রং খেলে সাজে সং
রং মাখামাখি সারাবেলা।


আমার বাড়ির কাছে কিশোর কিশোরী নাচে
সবাকারে আবীর মাখায়,
সৃজিল লক্ষ্মণ কবি বসন্তে রঙিন ছবি
লিখে কবি তার কবিতায়।