সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে ছোট দিঘি আছে বাঁয়ে
পাড়ে তার তালগাছ আছে,
রাঙাপথে চলে গাড়ি ক্যাচ ক্যাচ ডাক ছাড়ি
এসে থামে নদী ঘাট কাছে।


বক বসে নদীচরে ছোট পুঁটিমাছ ধরে
যাত্রী পার হয় হাঁটুজলে,
ছেলেরা নদীর ঘাটে কেহবা সাঁতার কাটে
স্নান সারি নিজঘরে চলে।


বেলা যবে আসে পড়ে অজয়ের নদীচরে
বধূরা কলসী কাঁখে নিয়ে,
কলসীতে জল ভরে বধূ সব যায় ঘরে
হাঁটি হাঁটি রাঙাপথ দিয়ে।


দিবসের অবসানে সূর্য পশ্চিমের পানে
পড়ে ঢলে শালবন বাঁয়ে,
বেলা ডুবে সন্ধ্যা হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
রাত্রি নামে আমাদের গাঁয়ে।