প্রেম প্রীতি ভালবাসা,
মিছে কেন কর আশা,
এ জীবন যে নিশার স্বপন।


অসার সংসার মায়াময়,
দুদিনের তরে অভিনয়,
ছিন্ন হয়ে যায় মায়ার বন্ধন।


রোগ শোক জ্বরা ব্যধি,
ভুগে মানুষ নির-বধি,
এ জীবনে কভু শান্তি নাই।


বিধাতার খেলা ঘরে,
জন্মমৃত্যু খেলা করে,
জন্মিলে মরিতে হবে ভাই।


সংসার শুধুই অভিনয়,
মানুষে মানুষে পরিচয়,
শুধুমাত্র আসা যাওয়া সার।


ব্যথায় ভরা এ জীবন,
জন্মিলে অবশ্য মরণ,
বৃথাই কর আমার, আমার।


পর দুঃখে দুখী যেজন,
সংসারে সুখী সেইজন,
চিরন্তন সত্য জানিহ নিশ্চয়।


জীবন মানে সংগ্রাম,
মরণ তার পরিণাম,
জন্মিলে মরিতে একদিন হয়।