সরোবরে বিকশিত কুমুদ কমল,
আসে ধেয়ে পুঞ্জেপুঞ্জে যত অলিদল।
ফুটিল টগর বেলি, শিউলি বকুল,
অজয় নদীর কূলে, শোভে কাশফুল।


অজয়ের খেয়াঘাটে যাত্রীদের ভিড়,
কোলাহলে ভরে যায় অজয়ের তীর।
পূরব গগনে দেখি উদিত তপন,
কুঞ্জেকুঞ্জে গাহে পাখি হরষিত মন।


আসিছেন মহামায়া এই ধরাধামে,
চারিদিক মুখরিত আগমনী গানে।
ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দিরে,
দেবীমাতার আহ্বান প্রতি ঘরে ঘরে।


শারদ অর্ঘ্য দিলাম দেবীর চরণে,
কবিতায় লিখে কবি ভক্তিযুক্ত মনে।