শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কনকনে শীত আজি শীতের সকালে,
মাটির উঠানে সোনা রোদ চারিফালে।
কেদারায় বসি স্যার আশুতোষ রায়,
সংবাদ পত্র পড়ে রোদ লাগে গায়।


পথের ধারেতে দেখি ছেলে সব মিলে,
আগুন পোহায় সবে শীতে কাঠ জ্বেলে।
প্রভাতে তরুর শাখে পাখি সব জাগে,
হিমেল হাওয়া বহে গায়ে শীত লাগে।


অজয় নদীর ঘাটে শীতে কেহ নাই,
তরীখানি চরে রাখা নাই মাঝি ভাই।
নদীঘাট সুশীতল শীত লাগে গায়ে,
তাল খেজুরের বন নদীঘাট বাঁয়ে।


শীতের সন্ধ্যায় গ্রামসীমানার কাছে,
পাখি করে কলরব দুইধারে গাছে।
শীতের কম্বল চাই সহ্য নাহি হয়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।