শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতকালে কুয়াশায় কিছু নাহি দেখা যায়
তালবন কুয়াশায় ঢাকা,
ছাড়ি দক্ষিণের মাঠ সোজা অজয়ের ঘাট
পথ চলে গেছে আঁকাবাঁকা।


শীতের সকাল হলে লোক চলে দলে দলে
তরুশাখে পাখি গায় গান,
গাঁয়ের রাখাল ছেলে গরু নিয়ে মাঠে চলে
চাষীসব মাঠে কাটে ধান।


নয়ন দিঘির জলে মরাল মরালী চলে
গাঁয়ের বধূরা স্নান করে,
নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
গাঁয়ের জেলেরা মাছ ধরে।


সাঁঝের আঁধার হলে ঘরে ঘরে দীপ জ্বলে
শীতের চাদরে মুখ ঢেকে,
শীতকালে শীত ভারি খেজুর গাছের সারি
শেয়ালের হাঁক থেকে থেকে।