শরতের আগমনী ............. দেবী দুর্গার আবাহনী
শারদীয়া দুর্গাপূজার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পূজা এসে গেল কাছে পাখি গায় গাছে গাছে
ভেসে আসে আগমনী সুর,
ঢাকীরা বাজায় ঢাক বাজে ঘন্টা বাজে শাঁখ
সুর ভেসে যায় বহুদুর।


আজিকে প্রভাত বেলা শিউলি ফুটিল মেলা
গুঞ্জরিয়া আসে ধেয়ে অলি,
ফুটিল টগর ফুল মালতী জুঁই বকুল
কাননে ফুটিল ফুল কলি।


সবুজ ধানের খেত হোগলা শোলা ও বেত
দিঘিতে শালুক ফুল ফুটে,
গাঁয়ের পথের বাঁকে আম জামবন থাকে
রাঙাপথে গরুগাড়ি ছুটে।


দুইধারে নদীকূলে ভরে আছে কাশফুলে
অজয়ের শোভা মনোহর,
পূবেতে উঠিল রবি শরতের সোনা ছবি
সোনা রোদ হাসে নদীচর।


দেবী দুর্গা দশভূজা সকলে করিব পূজা
সবাকারে করিনু আহ্বান,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।