শরতের আগমনী ............. দেবী দুর্গার আবাহনী
শারদীয়া দুর্গাপূজার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সুনীল গগনতলে শুভ্র মেঘ ভেসে চলে
সোনা রোদ ঝরে আঙিনায়,
পূর্ব দিকে রবি উঠে শরতে শিউলি ফুটে
তরুশাখে পাখি সব গায়।


নিশির শিশির ঝরে সবুজ ঘাসের পরে
সূর্যের কিরণে তারা হাসে,
সোনাই দিঘির জল রোদে করে ঝলমল
পানকৌড়ি ডুব দিতে আসে।


পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
কেনাকাটা পূজার বাজার,
কেহ কিনে ফ্রক জামা, সাজের সামগ্রী নানা
ভিড় জমে উঠে চারিধার।


নদীর ঘাটের কাছে কাশফুল ফুটে আছে
শরতের শোভা মনোহর,
লালপাড় শাড়ি পরে বধূ রাঙাপথ ধরে
জল নিয়ে চলে নিজ ঘর।


ঢাক ঢোল কাঁসি বাজে দেবীর মন্দির মাঝে
সবে করে দেবীর আহ্বান,
জয় মাগো দশভূজা দিকে দিকে তব পূজা
কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।