শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ সকালে টগরের ডালে
টগর ফুটেছে মেলা,
ফুটেছে শিউলি বকুল চামেলি
আজিকে সকালবেলা।


ভেজানো শিশিরে ঘাসের উপরে
রাঙাপথে পথ চলা,
সুনীল আকাশে ভেসে ভেসে আসে
পুঞ্জে পুঞ্জে মেঘমালা।


নয়ন দিঘিতে আসে জল নিতে
গাঁয়ের বধূরা সবে,
হাঁসেরা সকল করে কোলাহল
মেতে উঠে কলরবে।


অজয়ের কূলে সাদা কাশফুলে
শোভা দেয় চারিধার,
নদীতট পরে সোনা রোদ ঝরে
মাঝি করে খেয়া পার।


দিবা অবসানে পাখিদের গানে
মেতে উঠে বসুন্ধরা,
জোছনা আলোয় যেন মনে হয়
ধরা লাগে মনোহরা।