শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসেছে শরৎ এ ঋতু মহৎ
শিশিরে ভেজানো ঘাসে,
অরুণ কিরণে পূরব গগনে
শরতের রবি হাসে।


ফুটেছে শিউলি টগর ও বেলি
ফুটে কুমুদ কমল,
কুসুম কাননে মধু আহরনে
ধেয়ে আসে অলিদল।


সুনীল গগনে চলে আনমনে
সাদা মেঘেদের ভেলা,
অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা।


অজয়ের বাঁকে শালবন থাকে
পাশে মহুলের বন,
মহুল তলায় মাদল বাজায়
যত আদিবাসীগণ।


রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
পুলক জাগায় মনে,
আগমনী গানে দোলা দেয় প্রাণে
শরতের আগমনে।