শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের রবি মনে হয় ছবি
উদিত পূর্ব গগনে,
ফুটিল শিউলি টগরের কলি
শরতের আগমনে।


সোনা রোদ ঝরে আঙিনার পরে
শিশিরে ভেজানো ঘাসে,
ঘাসের আগায় বিন্দু শোভা পায়
রোদে মুক্তো সম হাসে।


ছায়া সুশীতল পদ্মদিঘি জল
পাড়ে সারি সারি গাছ,
দিঘি কালো জলে রুইমাছ খেলে
লাফায় কাতলা মাছ।


অজয়ের চরে বেলা আসে পড়ে
বক উড়ে সারি সারি,
পার হয়ে মাঠ ছাড়ি নদীঘাট
ছুটিছে গরুর গাড়ি।


নামিল আঁধার গাঁয়ে চারিধার
বাজে সাঁঝের সানাই,
সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
ফুটফুটে জোছনায়।