শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে আজি সমীরণ বয়,
শিউলির ডালে কলি প্রস্ফুটিত হয়।
সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধু আহরণ তরে আসে অলিদল।


আছে এক ছোটদিঘি নাম কাদাডোবা,
ফুটেছে শালুক ফুল অপরূপ শোভা।
জলে তার হাঁসগুলি কাটিছে সাঁতার,
কচুরিপানায় ভরে আছে চারিধার।


রাঙাপথে দুই ধারে মাঠে কচি ধান,
দূরে কোথা বাজে শুনি আগমনী গান।
শাল পিয়ালের বনে মাদলের তালে,
নাচে গায় আদিবাসী আপন খেয়ালে।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
সূর্য ডুবে সাঙ্গ হয় দিবসের খেলা।
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে,
শিয়ালেরা হাঁক দেয় চাঁপাতলা মাঠে।


চাঁদ উঠে পড়ে ছায়া অজয়ের জলে,
চাঁদতারা সারারাতি কত কথা বলে।
রাতি কাটে ভোর হয় পাখি গান গায়,
লিখিল লক্ষ্মণ কবি গীতি কবিতায়।