শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে রবি উঠিল যখন,
তরুশাখে পাখিসব করিছে কূজন।
ফুটিল কুসুম কলি কুসুম কাননে,
ধেয়ে আসে মধুকর মধু আহরণে।


নিশির শিশির ঝরে উঠোনের ঘাসে,
রবির কিরণে তারা মুক্তা সম হাসে।
সোনা রোদে বিন্দুগুলি করে ঝলমল,
শালিকেরা রাঙাপথে করে কোলাহল।


কাজলা দিঘির জলে হাঁসগুলি চরে,
জল নিয়ে নব বধূ চলে নিজ ঘরে।
ফুটেছে শালুকফুল স্বচ্ছ জলে তার,
পানকৌড়ি দেয় ডুব জলে বারবার।


অজয় নদীর ঘাটে দিবা অবসানে,
লুকায় অরুণ রবি পশ্চিমের পানে।
মাঝ রাতে চাঁদ উঠে সুনীল গগনে,
মাদল বাজায় কারা দূরে শালবনে।