শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতের সোনা রবি ছড়ায় কিরণ,
গাছে গাছে পাখিদের মধুর মিলন।
সোনাঝরা রোদ হাসে মোর আঙিনায়,
কেদারায় আছি বসে খোলা বারান্দায়।


ফুটিল চম্পক বেলি আর কেয়াফুল,
সুনীলা অপরাজিতা, টগর, বকুল।
ফুটেছে শালুক পদ্ম সরোবর জলে,
মধু আহরণে অলি আসে দলে দলে।


দিঘিজলে চারিধারে ফুটেছে কমল,
জল নিয়ে চলে ঘরে বধুরা সকল।
দিঘিজলে মাছ ধরে গাঁয়ের জেলেরা,
দুপুরে সাঁতার কাটে পাড়ার ছেলেরা।


শরতের কচিধান জলে ডুবে আছে,
অজয় নদীর ঘাট সীমানার কাছে।
শরতের আগমনে হাসে বসুন্ধরা,
অজয়ের দুই কূল কাশফুলে ভরা।