শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সাদা মেঘ ভেসে ভেসে চলে,
পুঞ্জে পুঞ্জে ভাসে মেঘ গগনের তলে।
ফুটিল শিউলি ফুল শিউলির ডালে,
ফুটেছে টগর বেলি আপন খেয়ালে।


শরতের সোনা রবি উঠিল গগনে,
ফুটিল কমল কলি কমল কাননে।
সরোবরে বিকশিত প্রস্ফুটিত কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।


প্রভাত পাখিরা গায় তরুর শাখায়,
শরতের সোনাঝরা রোদ আঙিনায়।
কচি দূর্বাঘাসে ঝরে নিশির শিশির,
মুক্তাবিন্দু সম হাসে, কিরণে রবির।


অজয় নদীর ঘাটে গাড়ি এসে থামে,
সেই গাড়ি হতে দেখি রাঙাবধু নামে।
অজয় নদীর মাঝি, ঘাটে খেয়া বায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।