শিউলি ঝরানো প্রাতে বহে সমীরণ,
পূবের আকাশে রবি ছড়ায় কিরণ।
সবুজ ধানের খেতে সোনারোদ ঝরে,
তরু শাখে পাখি সব কলরব করে।


সোনার আলোয় ভরে ওঠে চারিদিক,
ঘাসের শিশির বিন্দু করে ঝিকমিক।
সাদা কাশ ফুলে ভরা নদীর দু-ধারে,
শালিকেরা ঝাঁকেঝাঁকে উড়ে নদীপাড়ে।


সরোবরে ঘাটে ঘাটে পদ্ম ফুটে আছে,
ঢাকীরা বাজায় ঢাক পূজো এলো কাছে।
শরতের আকাশেতে সাদা মেঘ উড়ে,
বাতাসেতে ভাসে গান আগমনী সুরে।


পূজোর সানাই বাজে শুনি কান পেতে,
দুর্গাপূজা উৎসবে উঠে সবে মেতে।