শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা ( ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাদলের ধারা ঝরে ঘন কালো মেঘে,
মেঘ ডাকে বাজ পড়ে বায়ু বয় বেগে।
অজয়ে প্রবল বান কানায় কানায়,
দিবা রাতি বৃষ্টি ঝরে অঝোর ধারায়।


জলে ভিজা চাষ করে কৃষকেরা মাঠে,
কাজ করে সারাদিন মাঠে বেলা কাটে।
শ্রাবণে বাদল নামে দিঘি ভরে জলে,
বরষায় গরু মোষ ভিজে ভিজে চলে।


অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
যাত্রী করে পারাপার বসিয়া নৌকায়।
অবিশ্রাম বারি ঝরে শ্রাবণের মাসে,
অজয়ের প্লাবনেতে ঘর বাড়ি ভাসে।


শ্রাবণে বাদল নামে ঘন বরষায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।