শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা ( পঞ্চম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল দিনে বারিধারা ঝরে,
রিম ঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।
মাঠ ঘাট জলে ভরা ভরেছে পুকুর,
সারা দিন বৃষ্টি পড়ে টুপুর টাপুর।


পথেঘাটে জল কাদা হয়েছে পিছল,
পথে চলে গরু মোষ বাছুর ছাগল।
জলে ভিজে চাষীসব মাঠে করে চাষ,
সারাদিন বৃষ্টি পড়ে শ্রাবণের মাস।


অজয় নদীর ঘাটে জমে ভিড় আজি,
খেয়া ঘাটে যাত্রী নিয়ে খেয়াবায় মাঝি।
শ্রাবণে বাদল নামে, নদীতে প্লাবন,
নৌকা চড়ে পারাপার করে যাত্রীগণ।


অবিরাম সারা দিন হয় বরিষণ,
কবিতায় লিখে কবি, শ্রীমান লক্ষ্মণ।